পুলিশ আইনের উর্ধ্বে নয় – পুলিশ সুপার
মোহাম্মদ মাসুদ ,সরাইল প্রতিনিধিঃ স্বাধীনতার ৪৪ বছর পর ও শতভাগ সুফল অর্জিত হয়নি। দেশ প্রেমে উদ্ভুদ্ধ হয়ে সকলকে কাজ করতে হবে। এ দেশে গরীব অসহায় মানুষদের বিচার পাওয়া অনেকটা কঠিন। অপরাধীরা সবসময় ভীরু ও সংখ্যা লঘু। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। এ অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ্যে আমাদের জবাবদিহীতা গনতান্ত্রিক চেতনার নমুনা। পুলিশ সংখ্যায় কম তাই কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষার কাজ করে যেতে হবে। পুলিশ আইনের উর্ধ্বে নয়। অপরাধ প্রমাণিত হলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজকের মেধাবীরাই দেশের আগামী দিনের সম্পদ। তাদেরকে সঠিক ভাবে গড়ে তুলার দায়িত্ব সমাজের সকলের।
বুধবার সরাইল থানা পুলিশ ও কমিউনিটি পুলিশের উদ্যোগে থানা চত্বরে আয়োজিত অফিসার ইনচার্জ মোঃ আলী আরশাদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোল্লেখিত কথা গুলো বলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার)। ওই অনুষ্ঠানে পুলিশ সুপার ২০১৪ খ্রীষ্টাব্দে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ট্যালেন্টপুল ও সাধারন গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ২৯ জন এবং মাধ্যমিক পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত পাঁচ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা সনদ ও পুরস্কার প্রদান করেন।
এ ছাড়া বক্তব্য রাখেন- সিনিয়র সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন, অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, কমিউনিটি পুলিশের সদস্য সচিব শেখ হাবিবুর রহমান, চেয়ারম্যান উসমান উদ্দিন খালেদ, রফিকুল ইসলাম খোকন, আবদুল জব্বার, আবু মুছা উসমানী মাসুক, মিজানুর রহমান, সরাইল প্রেস ক্লাবের সম্পাদক বদর উদ্দিন, অর্থ সম্পাদক মাহবুব খান বাবুল, সুকের পরিচালক মোমিন হোসেন, আ’লীগ নেতা সৈয়দ আলী আবদাল, ইকবাল হোসেন, আবু তালেব, যুবলীগ নেতা শাহ মোঃ কাইয়ুম, শিক্ষক মোঃ আইয়ুব খান, রানু বেগম প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন অফিসার ইনচার্জ (তদন্ত) আবদুল হক।