Main Menu

সরাইলে গলাকাটা যুবক সহ দুই লাশ উদ্ধার

+100%-

সরাইল  প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার পুলিশ অজ্ঞাত এক যুবকের (২৬) গলাকাটা লাশ ও ডোবা থেকে মোঃ শাহজাহান মিয়া (৩৮) নামের আরেক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২ টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের মহালদারা ও বছিউড়া গ্রামের মধ্যবর্তী স্থানে ফসলি জমি থেকে পুলিশ যুবক এবং বিকেল সাড়ে তিনটায় চুন্টা এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করে। শাহজাহান উপজেলার অরুয়াইল গ্রামের সোনা মিয়ার ছেলে। চুন্টায় তার শ্বশুর বাড়ি। পুলিশ ও গ্রামবাসী জানায়, গতকাল সকাল ১০ টার দিকে ফসলি মাঠে ঘাস কাটতে গেলে গ্রামবাসী লাহুর খালের পশ্চিম পাড়ে ওই যুবকের গলাকাটা লাশ দেখতে পায়। প্রথমে স্থানীয় লোকজন ভয় পেয়ে যায়। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী পুলিশের উপপরিদর্শক (এস আই) মো.শহিদুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে গতরাতে (সোমবার দিবাগত রাতে) এই যুবককে ধরে এনে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত ওই যুবকের পড়নে ছিল লাল ষ্টাইপের একটি ফুলহাতা শার্ট ও চেক লুঙ্গি। লাশের পাশে এক জোড়া দুই ফিতার সেন্ডেল পাওয়া গেছে। লাশের গলা কাটা, কপালে ও ডান হাতের আঙ্গুলে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে জমাট বাঁধা রক্তের স্তুপ ছিল। এ ছাড়া লাশের পাশের ধান গাছ গুলোতেও রক্তের চিহ্ন দেখা গেছে। একই দিন বিকেল তিনটার দিকে চুন্টার মরম মিয়ার বাড়ির পাশের ডোবায় শাহজাহানের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ সাড়ে তিনটার দিকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। সরাইল থানার উপ-পরিদর্শক মোঃ বোরহান বলেন, নিহত শাহজাহানের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া য়ায়নি। তবে শাহজাহানের ২/৩ জন স্বজন জানান, গত ২৬ মার্চ সন্ধ্যায় তার কয়েকজন আত্মীয় তাকে বেধরক মারধর করেছিল।  সরাইল থানার অফিসার ইনচার্জ মো.আলী আরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখনও যুবকের লাশের পরিচয় পাওয়া যায়নি। তবে লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।






Shares