Main Menu

সরাইলে ভ্রাম্যমান আদালত; ১১ টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৯ হাজার টাকা জরিমানা

+100%-

সরাইল প্রতিনিধিঃ সরাইলে অবৈধ এগারটি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও নয় হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গত বুধবার সকালে সদর ইউনিয়নের উচালিয়া পাড়া গ্রামে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও এন ডি সি মোঃ সাব্বির আহমেদ। এ সময় ম্যাজিষ্ট্রেটকে সহায়তা করেছেন  বিজিবি ও পুলিশ সদস্যরা। এনডিসি’র দফতর ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই গ্রামের অনেক গ্রাহক দীর্ঘদিন ধরে বাখরাবাদ গ্যাস ডিসট্রিবিউশন কোম্পানী লিমিটেডের গ্যাস সংযোগ নিয়ে ব্যবহার করছেন। তারা সংশ্লিষ্ট ঠিকাদারদের মাধ্যমে এ সংযোগ নিয়েছেন। কিন্তু গ্রাহকদের কাছে সংযোগের কোন বৈধ কাগজ পত্র নেই। ঠিকাদারা সম্পূর্ণ অনিয়মতান্ত্রিক ভাবে এ সংযোগ দিয়েছেন। তাই নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাব্বির আহমেদের নির্দেশে এগার জন গ্রাহকের রাইজার খুলে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। আর তিনজন গ্রাহকের কাছ থেকে নয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একাধিক গ্রাহক জানান, ঠিকাদারদের চাহিদামত মোটা অংকের টাকা দিয়েছি। তারপরও অনেক দিন ঘুরেফিরে সংযোগ পেয়েছি। এ সংযোগ যে অবৈধ তা তো আমরা বুঝতেই পারিনি। ঠিকাদারের কাছে কাগজ চাইলে দেম দিচ্ছি বলে শুধু সময় ক্ষেপন করছেন। এখন তাদের মুঠোফোন বন্ধ পাচ্ছি। যাদের খোলা আছে তারা ফোন রিসিভ করছেন না। আমাদের অপরাধ কি? নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাব্বির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৈধতা না থাকায় সংযোগ গুলো বিচ্ছিন্ন করে দিয়েছি। এ অভিযান অব্যাহত থাকবে।






Shares