Main Menu

সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের–স্কুল শিক্ষিকাকে কূপিয়ে গুরুতর আহত

+100%-

মামলা করলে হত্যা ও লাশ গুমের হুমকি

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ সরাইলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে মোছাঃ মাহমুদা পারভীন (৪০) নামের এক স্কুল শিক্ষিকাকে কূপিয়ে গুরুতর আহত করেছে তার দেবর ও ভাশুররা। আশঙ্কাজনক অবস্থায় জেলা সদও হাসপাতালে এখন ছটফট করছে ওই শিক্ষিকা। শিক্ষিকার স্বামীকে মামলা করলে হত্যার পর লাশ গুমের হুমকি দিচ্ছে তারা। উপজেলার পল্লী এলাকা চুন্টা ইউনিয়নের ঘাগড়াজোড় গ্রামে এ ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সন্ধ্যায় চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা ও শিক্ষিকার পারিবারিক সূত্রে জানা যায়, লোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ তাজুল ইসলাম (৪২)। তাজুল ইসলামের স্ত্রী মাহমুদা পারভীন পার্শ্ববর্তী ঘাগড়াজোড় উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা। সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে তাজুলের সাথে তার সহোদর চার ভাইয়ের বিরোধ চলে আসছে। গত রোববার সকালে ঘাগড়াজোর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে মোঃ ইদন মিয়ার নেতৃত্বে তারা চার ভাই তাজুলের ভাগিনা সেচ পাম্প চালক হাবিবুল্লা নামের যুবকের উপর হামলা চালায়। তার চিৎকার শুনে বিদ্যালয়ে পাঠদানে ব্যস্ত তাজুলের স্ত্রী মাহমুদা এগিয়ে আসে। কিছু বুঝে উঠার আগেই মাহমুদাকে রাম দা দিয়ে এলোপাতাড়ি কূঁপিয়ে গুরুতর আহত করে। ওই শিক্ষিকার পড়নের কাপড় এলোমেলো করিয়া শ্লীলতাহানী ঘটায়। তাদের আর্ত চিৎকারে বিদ্যালয়ের কচি শিক্ষার্থীরা ছুটে আসে। ততক্ষণে হামলাকারীরা মাহমুদার পড়নের সকল স্বর্ণালঙ্কার ও মূল্যবান মুঠোফোন সেট নিয়ে বীরদর্পে চলে যায়। যাওয়ার সময় তারা এ ঘটনায় কোন মামলা করলে বাদীকে খুন করে লাশ গুম করে ফেলার হুমকিও দিয়ে যায়। রক্তাক্ত মাহমুদাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ওই শিক্ষিকা হাসপাতালের বিছানায় যন্ত্রণায় ছটফট করছে। তার স্বামী সহকারি শিক্ষক মোঃ তাজুল ইসলাম বাদী হয়ে ইদন সহ চার জনের বিরুদ্ধে গতকাল সন্ধ্যায় সরাইল থানায় একটি মামলা করেছেন। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিশির কুমার সরকারের মুঠোফোনে (০১৭২৭-৫৮২৯৫৭) একাধিক চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। মামলার তদন্তকারি কর্মকর্তা এস আই বোরহান বলেন, তাদের বিরোধ মূলত সম্পত্তি নিয়ে। স্কুল শিক্ষিকাকে এ ভাবে মারধর করা গর্হিত কাজ। তদন্ত কওে দ্রুতই ব্যবস্থা নিব।






Shares