Main Menu

অপহরণের ৮০ ঘন্টার মধ্যে মাদ্রাসার ছাত্র উদ্ধার : ০৩ জন অপহরণকারী গ্রেফতার

+100%-

গত ২৬ জানুয়ারি ২০১৫খ্রিঃ ভিকটিম সরাইল থানাধীন বিশ্বরোড মোড় সংলগ্ন মারকাজুত তাহ্ফিজ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার হাফিজিয়ার ছাত্র বায়েজিদ মোস্তাকিম(১৩) পিতা-রকিব মিয়া সাং-সৈয়দটোলা থানা-সরাইল জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে উচালিয়াপাড়া মোড় হতে অপহরণ করা হয়। ঘটনার তারিখ সন্ধ্যা অনুমান ১৮.৩০ ঘটিকার সময় ভিকটিমের মা রোজিনার নিকট অহপরনকারীরা ২০,০০০/- টাকা চাঁদা দাবি করে বলে যে, উক্ত টাকা দিলে তারা তার ছেলেকে ছেড়ে দিবে। রোজিনার স্বামী সৌদী প্রবাসী বিধায় তিনি তার ছেলে ফিরে পাওয়ার আশায় অপহরণকারীদের দাবিকৃত ২০,০০০/- টাকা পুলিশকে না জানিয়েই বিকাশের মাধ্যমে প্রদান করার পরও অপহরণকারীরা ভিকটিমকে ফেরত না দিয়ে আরো টাকা দাবি করে ভিকটিমের মাতার নিকট ফোন করা অব্যাহত রাখে। পরবর্তীতে তারা বিষয়টি সরাইল থানা পুলিশকে জানালে এতদ্বিষয়ে সরাইল থানায় অপহরণ মামলা রুজু করতঃ বিষয়টি পুলিশ গুরুত্বের সাথে তদন্ত শুরু করে। তদন্তে প্রযুক্তি সহায়তা নিয়ে কার্যক্রম চালানোর একপর্যায়ে অদ্য ৩১/০১/২০১৫খ্রিঃ ১৩.৪৫ ঘটিকার সময় অপহরণকারীরা পুনরায় ভিকটিমের মাতার নিকট ৫০,০০০/- টাকা দাবি করে। তারা বিষয়টি পুলিশকে জানালে তাৎক্ষণিকভাবে পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম(বার) এঁর প্রয়োজনীয় দিক-নির্দেশনায় প্রযুক্তির সহায়তা নিয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আরশাদ সঙ্গীয় এসআই মোঃ আব্দুল আলী ও ফোর্সসহ আখাউড়া থানাধীন লাল বাজার হতে অপহরণকারী পলক @ বাবু(২০) পিতা-হাশেম মিয়া সাং-অষ্টগ্রাম মোল্লা বাড়ী থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়া এবং মোঃ আব্দুল হোসেন @ হৃদয়(১৮) পিতা-রাফি উদ্দিন @ রাকিব সাং-হাফিজ টোলা থানা-সরাইল জেলা-ব্রাহ্মণবাড়িয়াদ্বয়কে আটক করে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের অপর সহযোগি মশিউর রহমান শুভ(১৯) পিতা-নাসির খান সাং-সুহিলপুর পাঠানপাড়া থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানাধীন কাউতলী এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে তাদের দেয়া তথ্য মতে উক্ত ভিকটিম বায়েজিদকে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানাধীন পাইকপাড়া এলাকা হতে উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশের এহেন কর্মতৎপরতার ফলেই ভিকটিম বায়েজিদ মোস্তাকিমকে উদ্ধার করা সম্ভব হয়। প্রেস বিজ্ঞপ্তি






Shares