সরাইলে যুবদল ও ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা:প্রত্যাহারের দাবী, হরতালের ঘোষনা
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা যুবদল ও ছাত্রদলের অর্ধশতাধিক নেতা কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় এস আই আবদুল আলীম বাদী হয়ে সরাইল থানায় এ মামলা করেছেন। ওইদিন সন্ধ্যার পর য্বুলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা হরতাল অবরোধের বিরুদ্ধে মিছিল করেছে। ওদিকে গতকাল সকালে যুবদল ও ছাত্রদলের নেতা কর্মীরা আন্দোলনের অংশ হিসাবে সরাইল সদরে মিছিল সমাবেশ করেছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে রোববার সরাইলে অর্ধদিবস হরতাল কর্মসূচির ঘোষনা দিয়েছে অবরোধকারীরা। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ছাত্র ধর্মঘটের সমর্থনে গত বুধবার সকাল ১০টায় সরাইল উপজেলা যুবদল ও ছাত্রদল নেতাদের নেতৃত্বে একটি মিছিল বের হয়। সকাল সাড়ে ১১টায় সরাইল-নাসিরনগর সড়ক হয়ে নেতা-কর্মীরা মিছিল সহকারে স্থানীয় সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থান নেয়। এ সময় তারা বিদ্যালয়ের প্রধান ফটকে আঘাত করতে থাকে। ছাত্রীদেরকে বিদ্যালয় থেকে বেরিয়ে যেতে বলে। মিছিলকারীদের এলোপাতাড়ি ঢিলে বিদ্যালয়ের জানালার অনেক গুলো কাঁচ ভেঙ্গে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা স্কুলে। শিক্ষার্থীরা দিকবেদিক দৌড়াদৌঁড়ি করতে থাকে। এ সময় বাঁধা দিতে গেলে মিছিলকারীদের হামলায় আহত হয় এস আই আবদুল আলীম, কন্সটেবল মোফাজ্জল, ফজলু, বিশেষ আনসার আবদুল কাদের। পরে পুলিশ বাদী হয়ে ১৬ জন নেতা কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২০/৩০ জনকে আসামী করে মামলা দায়ের করেন। অবরোধকারিদের ভাষায় অযৌক্তিক ও উদ্যেশ্য প্রণোদিত এ মামলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকালে যুবদল ও ছাত্রদলের নেতা কর্মীরা সরাইল সদরে মিছিল এবং পথসভা করেছে। পথ সভায় উপজেলা যুবদলের সভাপতি নাজমূল আলম খন্দকার মুন্না, সম্পাদক জহিরুল ইসলাম ভূঁইয়া, ছাত্র দলের সভাপতি সৈয়দ ইসমাঈল হোসেন উজ্জল ও সম্পাদক আবদুল জব্বার সহ সকল বক্তারা বলেন, বাকশালী সরকারের পেটুয়া বাহিনী কর্তৃক আমাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও রাজনৈতিক উদ্যেশ্য প্রণোদিত। অবৈধ সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম বন্ধ করার জন্য এ মামলা। হামলা মামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না। আগামী ৪৮ ঘন্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে রোববার গোটা সরাইল উপজেলায় অর্ধ দিবস হরতালের ঘোষনা দিয়েছে অবরোধকারীরা।