সরাইলে অস্ত্রসহ নৌ ডাকাত গ্রেপ্তার
মোহাম্মদ মাসুদ , সরাইল::ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অস্ত্রসহ নৌ ডাকাত উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার অরুয়াইল ইউনিয়নের দুবাজাইল গ্রামের মেঘনা নদীর ঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তার কাছ থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, রাজাপুর গ্রামের ইয়াকুব বাদশার ছেলে উসমান দীর্ঘদিন ধরে মেঘনা নদীতে ডাকাতি করে আসছে। তার রয়েছে সংঘবদ্ধ একটি ডাকাত দল। তারা অন্য জেলায় ডাকাতির কাজে ভাড়া যায়। সরাইল থানায় উসমানের বিরুদ্ধে খুন ডাকাতি ও অস্ত্রসহ ৭-৮টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পুলিশি গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিল। গতকাল ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এস আই বোরহানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে দূর্ধর্ষ ডাকাত উসমানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারের পর উসমান কিশোরগঞ্জ বাজিতপুর সহ বিভিন্ন এলাকায় নৌকায় ডাকাতি করার কথা স্বীকার করেছে।