Main Menu

সরাইলে পরিত্যক্ত ককটেল ফুটে অজ্ঞাত দুই শিশু গুরুতর আহত

+100%-

সরাইল প্রতিনিধিঃ সরাইলে পরিত্যক্ত ককটেল ফুটে গুরুতর আহত হয়েছে অজ্ঞাতনামা দুই শিশু। উড়ে গেছে ডান হাতের কব্জির নিচের মাংশ। এ ছাড়া মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় হয়েছে রক্তাক্ত জখম। গত রোববার দুপুর সাড়ে বারটার দিকে আহত দশ ও আট বছর বয়সের দুই শিশু চিাকৎসা নিতে আসে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বোমা কোথায় পেলে ? চিকিৎসকের এমন প্রশ্নের পর তারা দ্রুত সটকে পড়ে হাসপাতাল থেকে। প্রত্যক্ষদর্শী ও একাধিক সূত্র জানায়, রোববার দুপুর সাড়ে বারটা। হঠাৎ চিৎকার করতে করতে হাসপাতালে চিকিৎসা নিতে আসে দুই শিশু। এদের হাফ শার্ট ও প্যান্ট। দু’জনই গুরুতর আহত। মাথা হাত সহ সমগ্র শরীরই রক্তাক্ত। একজনের ডান হাতের কব্জির নিবে বৃদ্ধাঙ্গুলির কাছের জায়গার মাংশ উড়ে গেছে। তারা নিজেরাই বলতে থাকে, পরীক্ষা করার জন্য আমরা ওই বোমা ফুটিয়েছিলাম। বিকট শব্দে বোমা ফেঁটে যায়। কিছুক্ষণপর দেখি আমরা দু’জন গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে আছি। আমাদের বাড়ি বিশ্বরোড মোড়ে। তাড়াতাড়ি চিকিৎসা করুন। হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বে নিয়োজিত চিকিৎসা সহকারি (স্যাকমো) ডাঃ মোঃ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত দুই শিশুর কথা শুনে চিকিৎসার জন্য এগিয়ে যায়। বোমা তোমাদেরকে কে দিয়েছে? জিজ্ঞেস করার পরই তারা দ্রুত গোপনে হাসপাতাল ত্যাগ করে। রেজিশ্ট্রারে নাম এন্ট্রি করা হয়নি। তাই তাদের ঠিকানা পায়নি। শুধু বলেছিল বিশ্বরোড মোড় তাদের বাড়ি। অন্য একটি সূত্র জানায়, শিশু দুটি বাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় একটি ককটেল পায়। ককটেল নিয়ে খেলতে খেলতে এক সময় তারা এটিকে রান্না ঘরের জলন্ত ছোলায় নিক্ষেপ করে। বিকট শব্দে ককটেলটির বিস্ফোরন ঘটে। দুই শিশু তখন গুরুতর আহত হয়। তারা বিশ্বরোড মোড় সংলগ্ন খাঁটিহাতা গ্রামের শাহেদ আলীর ছেলে।  






Shares