সরাইলে মাদকসেবীকে এক মাসের জেল
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ সরাইলে মোঃ আম্বর আলী (৬০) নামের এক মাদক সেবনকারীকে এক মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।
শনিবার দুপুরে নির্বাহী কর্মকর্তার দফতরে তাকে জেল দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী কর্মকর্তা উপজেলার টিঘর গ্রামে অভিযান চালান। অভিযানকালে মাদক সেবনরত অবস্থায় হাতে নাতে ধরে ফেলেন আম্বর আলীকে। তাকে ইউএনও’র কার্যালয়ে এনে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরন করেছেন।
« কসবা রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ (পূর্বের সংবাদ)