ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও এরশাদ সরকারের সাবেক উপমন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট হুমায়ূন কবিরের সহধর্মিনী মিসেস নায়ার কবির ব্রাহ্মণবাড়িয়া -২-(সরাইল-আশুগঞ্জ) আসনে দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্ধিতার জন্য নির্দলীয় প্রার্থী হিসেবে গত শনিবার বিকেলে জেলা রির্টানিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করেছেন। নায়ার কবিরের ব্যক্তিগত সহকারী কাজী জাকির হোসেন মনোনয়নপত্রটি উত্তোলন করেন। নায়ার কবির ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার গত নির্বাচনে মেয়র পদে প্রতিদ্ধন্ধিতা শেষ মূহুর্তে প্রার্থীতা প্রত্যাহার করেন।
|