Main Menu

সরাইলে ডাকাত গ্রেপ্তার । গডফাদারের চাঞ্চল্যকর তথ্যসহ তালিকা প্রকাশ

+100%-

মো: মাসুদ, সরাইল: সরাইলে বাবুল (২৫) নামের এক পরিবহন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর সে পুলিশের কাছে তার একাধিক সহযোগী ও গডফাদারের চাঞ্চল্যকর তথ্যসহ তালিকা প্রকাশ করেছে। পুলিশ জানায়, ডাকাত বাবুল সদর উপজেলার বেতবাড়িয়া গ্রামের আবদুল মালেকের পুত্র। সে দীর্ঘদিন ধরে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে পরিবহনে ডাকাতি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার সন্ধায় সরাইল থানার উপ-পরিদর্শক (এস আই) ইশতিয়াক আহমেদের নেতৃত্বে একদল পুলিশ বাড়িউড়া গ্রামে বাবুলের শ্বশুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের পর ডাকাত বাবুল পুলিশের কাছে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। সে পুলিশকে জানিয়েছে, মহাসড়কের বিশ্বরোড মোড়ে তার একাধিক সহযোগী সব সময় অবস্থান করে। তারা কখনো যাত্রীবেশে কখনো পরিবহনের যাত্রীদের অ¯্ররেমূখে জিম্মি করে ডাকাতি করে থাকে। তাদেরকে পুলিশ ও আদালত থেকে ছাড়িয়ে আনতে নাম সর্বস্ব পত্রিকার রিপোর্টার পরিচয়দানকারী ও কথিত ২/১ জন শ্রমিক নেতা গডফাদারের ভ’মিকায় কাজ করছে দীর্ঘদিন ধরে। বিনিময়ে ওই গডফাদাররা তাদের কাছ থেকে ডাকাতির ভাগ নিয়ে থাকেন। গডফাদাররা দিনের বেলা পরিচ্ছন্ন পোশাক পড়ে মটর বাইকে ঘুরে বেড়ায় আর বিভিন্ন পরিবহনে করে চাঁদাবাজি। মাদক পাচারকারীদের কাছ থেকেও এরা নিয়মিত আদায় করছে মাসোয়ারা। রাতে তাদের ডাকাত দলকে কয়েক ভাগে বিভক্ত করে মহাসড়কে ছেড়ে দেয়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরশাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ডাকাত দলের সকল বিষয় নিয়ে মনযোগ সহকারে কাজ করছি। অতিদ্রুত আরো ভাল ফলাফল পাব।






Shares