Main Menu

সরাইলে দূর্ধর্ষ চার ডাকাত গ্রেপ্তার

+100%-
মোহাম্মদ মাসুদ, সরাইল থেকে :সরাইলে দূর্ধর্ষ চার সড়ক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার ও শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বিভিন্ন স্থানে স্থানীয় কিছু ডাকাত দীর্ঘদিন ধরে পরিবহনে নিয়মিত ডাকাতি করছে। গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানার উপপরিদর্শক (এস আই ) ইশতিয়াকের নেতৃত্বে পুলিশ গত বৃহস্পতিবার রাতে সরাইল সদর ইউনিয়নের কুট্রাপাড়া ও সদর উপজেলার খাঁটিহাতা গ্রামে অভিযান চালায়। এ সময় তারা সড়ক ডাকাত  ফিরোজ মিয়ার পুত্র পাবেল (২২) ও জমির মিয়ার পুত্র হেলাল (৩০) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত ওই দুই ডাকাতের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ গত শুক্রবার গভীর রাতে মহাসড়কের পাশে ইসলামাবাদ গ্রামে অভিযান চালিয়ে পরিবহন ডাকাত সর্দার লিয়াকত মিয়ার পুত্র সাব্বির (২৭) ও ইমরান (২৩) কে গ্রেপ্তার করেছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরশাদ আলী বলেন, গ্রেপ্তারকৃত ডাকাতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।  






Shares