Main Menu

সরাইলে দুই কেজি গাঁজাসহ তিন জন আটক

+100%-
মোহাম্মদ মাসুদ: সরাইলে দুই কেজি গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার গভীর রাতে কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী এলাকার পুটিয়া ব্রীজের নিকট থেকে তাদেরকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার রাতে পুটিয়া ব্রীজের নীচ থেকে নৌকায় করে তিন মাদক ব্যবসায়ী গাঁজা পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানার উপসহকারী পুলিশ কর্মকর্তা মিজানুর রহমানের নেতৃত্বে এক দল পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানকালে তারা স্কুল ব্যাগে করে পাচারের সময় হাতেনাতে তিন কেজি গাঁজা উদ্ধার করেন। তারা ধরন্তী এলাকা থেকে গাঁজা ক্রয় করে অষ্টগ্রামে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আটককৃত তিন মাদক পাচারকারী হলেন- কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামের আঃ রাশেদের ছেলে জুনায়েদ (২৪), জালাল মিয়ার ছেলে মানিক (২২) ও মোবারকের ছেলে টিপু (১৯)। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরশাদ আলী জানান, মাদক দ্রব্য বহনের দায়ে তিন জনকেই আদালতে প্রেরন করা হয়েছে।






Shares