Main Menu

সরাইলে ছিনতাইকারী আটক

+100%-

মোহাম্মদ মাসুদ , সরাইল থেকে :সরাইলে প্রকাশ্যে দিবালোকে যাত্রীবেশে ছিনতাইয়ের সময় মোরাদ মিয়া (২০) নামের এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। গতকাল শুক্রবার সকাল নয়টায় সরাইল- নাসিরনগন সড়কের সরাইলের জিল্লুকদার পাড়া নামক স্থানে এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী ভুক্তভোগী জানায়, নাসিরনগর উপজেলার সোনাতলা গ্রামের বাসিন্ধা ধান ব্যবসায়ী কুতুব মিয়া (৫০) গতকাল ধান বিক্রির টাকা নিয়ে বিশ্বরোড মোড় থেকে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিক্সায় রওয়ানা দেন। জিল্লুকদার পাড়া এলাকায় আসামাত্র তিন যুবক রাস্তা বেড়িকেট দিয়ে মাঝখানে দাঁড়ায়। সিএজিটি থেমে যায়। এ সময় যাত্রীবেশী এক ছিনতাইকারী কুতুব মিয়ার কাছ থেকে দস্তাদস্তি করে জোর পূর্বক ১ লাখ ২০ টাকা ছিনতাই করে পালানোর চেষ্টা করেন। এ সময় কুতুব মিয়া ছিনতাইকারী বলে জোড়ে চিৎকার করলে স্থানীয় লোকজন ছিনতাইকারীকে ধাওয়া করে মোরাদকে হাতেনাতে টাকা সহ আটক করে। বাকী তিন ছিনতাইকারী পালিয়ে যায়। পরে মোরাদকে পুলিশে সোপর্দ করা হয়।






Shares