Main Menu

অবশেষে ক্ষমা চাইলেন তিন মহিলা মেম্বার

+100%-

সরাইল  প্রতিনিধি: অবশেষে চেয়ারম্যানের কাছে ক্ষমা চাইলেন নোয়াগাঁও ইউনিয়নের তিন মহিলা মেম্বার। নিজেদের ভুল ও ষড়যন্ত্রের কথা স্বীকার করলেন অকপটে। ভবিষ্যতে এমন কাজ না করার অঙ্গিকার ও করলেন তারা। গত মঙ্গলবার সকালে নির্বাহী কর্মকর্তার দফতরে বসে পুরো বিষয়টি নিষ্পত্তি করেছেন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন। ইউপি পরিষদ সূত্রে জানা যায়, পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের তিন মহিলা মেম্বার লিপি বেগম, রাশেদা বেগম ও শাহিদা বেগম সম্প্রতি ভুল বুঝে কিছু ষড়যন্ত্রকারী লোকজনের পরামর্শে চেয়ারম্যান আবু মুছা উসমানী মাসুকের বিরুদ্ধে কুৎসা রটিয়েছেন। প্রকৃত পক্ষে ঘটনা গুলো ছিল বানোয়াট। এ জন্য তারা প্রকাশ্যে চেয়ারম্যানের কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি দুঃখ প্রকাশ করেছেন। তারা বলেন, আমরা আগামী দিন গুলোতে সুন্দর ভাবে পরিষদের নিয়ম নীতি মেনে চলব। পরিষদের সিদ্ধান্তের বাইরে কোন ধরনের কাজ করব না। চেয়ারম্যান আবু মুসা উসমানী বলেন, তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে এ জন্য ধন্যবাদ জানায়। ভবিষ্যতে সংশোধন হয়ে চলতে পারলে পরিষদের সুনাম বৃদ্ধি পাবে।





Shares