বিদেশ ফেরত যুবকের ক্ষতিপূরন দাবী করায় সরাইলে সংঘর্ষে আহত ৩০
সরাইল প্রতিনিধিঃ সরাইলে প্রবাস ফেরত যুবকের টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দু’গোষ্টীর সংঘর্ষে নারী পুরুষ সহ ৩০ জন আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল। গতকাল বুধবার সকালে উপজেলার শাহজাদাপুর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী গ্রামবাসী জানায়, শাহজাদাপুর গ্রামের মফিল মেম্বারের বাহরাইন প্রবাসী ভাইপো সাব্বির (২৬) একই গ্রামের নিজাম উদ্দিনের ছেলে আল-আমীন (২৫) কে বাহরাইন পাঠায়। সব মিলিয়ে নিজাম উদ্দিনের কাছ থেকে সাব্বির ৩ লাখ ৫০ হাজার টাকা নিয়েছে। কিন্তু প্রবাসে গিয়ে আল- আমীন চুক্তি মোতাবেক কিছুই পায়নি। কাজ নেই, বেতন নেই। তিন মাস অপেক্ষা করে সম্প্রতি আল- আমীন বাধ্য হয়ে দেশে ফিরে আসে। নিজাম উদ্দিন ইউপি সদস্য মফিল মেম্বারের কাছে ক্ষতিপূরন দাবী ও বিচার চাইতে গিয়ে পর পর দুইবার লাঞ্চিত হন। গতকালের লাঞ্চিত হওয়ার ঘটনায় উত্তেজিত হয়ে পড়ে নিজাম উদ্দিনের ছেলেরা। সকাল ১০টায় দু’গোষ্ঠীর লোকজন দেশীয় অস্রে সজ্জিত হয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। দুই ঘন্টাস্থায়ী এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহত নূর আহাম্মদ (৫৫), লিটন (১৮), সৈয়দ আহাম্মদ (৪৫), আজহার (৪০), মফিল মেম্বার (৫০) ও আজি রহমান (৫৫) কে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা বিভিন্ন প্রাইভেট কিনিক ও গ্রাম্য ডাক্তারের কাছে চিকিৎসা নিয়েছে। সংঘর্ষ চলাকালে দাঙ্গাবাজরা শাহজাদাপুর পূর্ব চকবাজার সংলগ্ন শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল ভাংচুর করেছে। পরিস্তিতি স্বাভাবিক হওয়ার এক ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। |