সরাইলে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা
প্রতিনিধিঃ সরাইল উপজেলার শিক্ষার মান উন্নয়নের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার এডভোকেট সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদার। উপজেলার জনপ্রতিনিধি, সকল কলেজ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় সমূহের প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদের সভাপতি বৃন্দের অংশ গ্রহনে ওই সভায় স্বাগত বক্তব্য রাখেন মাধ্যমিক কর্মকর্তা মোঃ ছাইদুর রহমান। বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ শাহজাহান মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা পারভীন, মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও মানবজমিনের নির্বাহী সম্পাদক শামীমুল হক, ইউপি চেয়ারম্যান উসমান উদ্দিন খালেদ, শেখ মোঃ হাবিবুর রহমান, শফিকুল ইসলাম কানু, সরাইল কলেজের প্রতিনিধি মোঃ জহির উদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানবর্দ্ধন পাল, সরাইল প্রেস কাবের সম্পাদক বদর উদ্দিন প্রমূখ। প্রধান অতিথি বলেন, শ্রেণী কক্ষে পাঠদানে শিক্ষকদের অধিক মনোযোগী হতে হবে। নিজের সন্তানের মত করে পাঠদান করতে হবে। শিক্ষার্থীরা যেন বিদ্যালয়ে এমন একটি পরিবেশ পায় যাতে করে তারা স্কুল থেকে চলে না গিয়ে বাড়ি থেকে দৌঁড়ে স্কুলে আসে। সকলকে মনে রাখতে হবে শিক্ষার উন্নয়ন হলেই দেশের উন্নয়ন হবে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক মোহাম্মদ আলী। |