প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতদের অস্ত্রাঘাতে মহিলাসহ তিনজন আহত হয়েছেন। রোববার রাতে উপজেলা সদরের স্বল্প নোয়াগাঁও গ্রামের লন্ডন প্রবাসী হেলিম মিয়ার বাড়িতে এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। আহতেরা হলেন গৃহকর্তা আলতাফ মিয়ার মেয়ে সাবিনা আক্তার (১৯), ছেলে শাহীন মিয়া (২৫) ও ভাগ্নে মোশারফ মিয়া (৩৫)। তারা হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায়, রোববার দিবাগত গভীররাতে সশস্ত্র একদল ডাকাত উপজেলার স্বল্প নোয়াগাঁও গ্রামের লন্ডন প্রবাসী হেলিম মিয়ার বাড়িতে হানা দেয়। ডাকাতরা স্থানীয় চার পাহাড়াদারকে বেঁধে বাড়ির নারী ও পুরুষদের মারধর করে ২০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ পাঁচ লাখ টাকা, কম্পিউটার ল্যাপটপসহ প্রায় ৩০ লাখ টাকা মূল্যের মালামাল লুটে নেয়। এসময় ডাকাতদের হামলায় মহিলাসহ ওই তিনজন আহত আহত হন। এদের মধ্যে সাবিনার অবস্থা আশঙ্কাজনক। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপরদিকে আহত শাহিন ও মোশারফকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। ডাকাতদের হামলায় আহত মো. শাহীন মিয়া জানান, রাত অনুমান একটার দিকে ডাকাতরা প্রথমে বাড়ির পাশের পুকুরের চার পাহাড়াদারকে বেঁধে ফেলে। পরে তারা বাড়িতে ঢুকে ঘরের দরজা ভেঙে সবাইকে অস্ত্রের মূখে জিম্মি করে ফেলে এবং মালামাল লুটে নেয়। এসময় শোর চিৎকার করায় ডাকাতরা আমাদেরকে মারধর করে। ডাকাতদের হাতে পিস্তল ও দেশীয় অস্ত্র ছিল। রাত তিনটার দিকে ডাকাতি শেষে তারা বীরদর্পে চলে যায়। প্রবাসী হেলিম মিয়া দাবি করেন, ডাকাতরা প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে। এ ব্যাপারে তারা মামলা করবেন। খবর পেয়ে গতকাল সকালে সরাইল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানতে চাইলে সরাইল থানার পুলিশ পরিদর্শক (ওসি) উত্তম কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই বিষয়ে বাড়ির লোকজন মামলার প্রস্তুতি নিচ্ছেন। মামলা হবার পর যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।’ |