সরাইলে ৫’শ বোতল পেন্সিডিল সহ এক পাচারকারীকে আটক করেছে র্যাব
সরাইল প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বিশ্বরোড মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে সি এন জি অটোরিক্সায় করে বহনের সময় ৫’শতাধিক পেন্সিডিল সহ পাচারকারীকে আটক করেছে র্যাব-৯ এর সদস্যরা। গত সোমবার সন্ধায় মহাসড়কে এ ঘটনা ঘটেছে। অটোরিক্সা সহ পাচারকারী মোশারফ (৩২) কে ভৈরব ক্যাম্পে নিয়ে গেছেন তারা। প্রত্যক্ষদর্শী ও র্যাব সুত্র জানায়, সদর উপজেলার সিঙ্গারবিল এলাকার বাসিন্দা আবুল বাশারের পুত্র মোশারফ কুরুলিয়া প্রাইভেট লি: নামক নাম্বার বিহীন একটি অটোরিক্সার পেছনে ইঞ্জিনে বেধে দুই বস্তা ভারতীয় নিসিদ্ধ পেন্সিডিল নিয়ে ভৈরব যাচ্ছিল। সংবাদ পেয়ে র্যব-৯ এর এস আই কাজল ও আমির ওই অটোরিক্সাটি সরাইলের বিশ্বরোড মোড়ে আটক করেন। তারা তল্লাশী চালিয়ে অটোরিক্সার ইঞ্জিন থেকে ৫’শতাধিক পেন্সিডিলের বোতল উদ্ধার করে। র্যাব-৯ এর ভৈরব ক্যাম্পের এস আই আবিল হোসেন জানান, পাচারকারী মোশারফের যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।