Main Menu

সরাইল প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় উপজেলা কাঁচারীপাড়া এলাকায় বাংলা ক্যাফে এন্ড রেস্টুরেন্টে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাষ্টার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছিরের সঞ্চালনায় আয়োজিত এ মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলা ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন। বিশেষ অতিথি ছিলেন সরাইল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রফিকুল হাসান, উপজেলা সাবেক বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন মাস্টার, উপজেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু, ব্রাহ্মণবাড়িয়া জেলা বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি সভাপতি মাও: কুতুব উদ্দিন, উপজেলা শিল্পকলার একাডেমির সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার দেবনাথ, বিশিষ্ট ঠিকাদার শফিকুল ইসলাম সেলু, উপজেলা কৃষি অফিসার মোঃ একরাম হোসেন, বাজার কমিটির সেক্রেটারী বাবুল মিয়া প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরীফ উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, সদস্য মোঃ রিমন খান, উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক এস এম ফরিদ, রিপোর্টাস ইউনিটির সভাপতি নূরুল হুদাসহ আরও অনেকই উপস্থিত ছিলেন।

সরাইল প্রেসক্লাবের নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পেশাদার সাংবাদিকদের অংশগ্রহণে এ ইফতার মাহফিল এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। শেষে অতিথি, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা একসঙ্গে ইফতার করেন।






0
0Shares