Main Menu

সরাইল – নাসিরনগর,লাখাই সড়কে বিদ্যুতের খুটি পড়ে ৬ ঘন্টা যাবত যানবাহন চলাচল বন্ধ

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল:   ব্রাহ্মণবাড়িয়ার সরাইল – নাসিরনগর লাখাই সড়কে বিদ্যুতের খুটি পড়ে প্রায় ৬ ঘন্টা যাবত যানবাহন চলাচল বন্ধ। আজ শুক্রবার  (২৭ ডিসেম্বর) ভোর ৫ টায় এ ঘটনা ঘটে।  সরাইল বিদ্যুৎ বিভাগ সকাল ৯ টা থেকে খুটি অপসারণের কাজ শুরু করেন। কালিকচ্ছ এলাকায় বর্তমানে বিদ্যুৎ নেই।

স্থানীয় ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলেন, সকাল ৫ টারদিকে সরাইল থেকে মাছের একটি পিকাপভ্যান নাসিরনগর যাওয়ার পথে কালিকচ্ছ ইউনিয়নের লস্কর পাড়া মোড়ে আসলে নাসিরনগর থেকে আসা একটি ট্রাককে সাইট দিতে গিয়ে মাছ বোঝায় পিকাপভ্যানটি রাস্তার পশ্চিম পাশে বিদুতের খুটিতে আঘাত করে। এতে খুটি ভেঙ্গে রাস্তায় পড়ে যানবাহন চলাচল প্রায় ৬ ঘন্টা যাবত বন্ধ থাকে। ও সে থেকেই এলাকায় বিদ্যুৎ নেই।সকাল ৯ টা থেকে সরাইল বিদ্যুৎ বিভাগ খুটি অপসারণের কাজ শুরু করেন।

সরাইল বিদ্যুৎ  উপসহকারী কর্মকর্তা মো. সুমন সরদার বলেন, খুটি সড়িয়ে কালিকচ্ছ এলাকার দুটি ট্রান্সফর্মার বন্ধ রেখে বাকি সব এলাকা বিদ্যুৎ চালু করা হবে। আর বিকেলের মধ্যে সম্পুর্ন চালু করা হবে।






Shares