সরাইল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মন্তু গ্রেফতার



ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এড. আশরাফ উদ্দিন মন্তুকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (১৯ মার্চ) বিকেলে জেলা শহরের কাউতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এড. আশরাফ উদ্দিন মন্তু (৪২) জেলার সরাইল উপজেলার নতুন হাবলি (সাগর দিঘীরপাড়) এলাকার শাহাবুদ্দিনের ছেলে। তিনি সরাইল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, বুধবার বিকেলে জেলা শহরের কাউতলী থেকে র্যাব মন্তুকে গ্রেফতার করে এবং রাতের মধ্যে সরাইল থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে দুটি হত্যা মামলা (একটি বিচারাধীন এবং অন্যটি তদন্তাধীন) ও একটি বিস্ফোরক মামলার অভিযোগ রয়েছে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
« আশুগঞ্জে অবৈধ ইউরিয়া সার গুদামজাত করাই বিএনপি নেতাকে জরিমানা (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) কসবায় ৫৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার »