সরাইলে ৬ জুয়াড়ি আটক




আটককৃতরা হলেন, সরাইল উপজেলার সৈয়দটোলা (পূর্ব হাফিজ টোলা) এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে তৌফিক (৩৫), মৃত শিশু মিয়ার ছেলে মমিন (৩৩),মোহাম্মদ আলীর ছেলে মুসলিম মিয়া (২০), পশ্চিম কুট্টাপাড়া এলাকার মৃত আব্দুল বাছিরের ছেলে শাহীর মিয়া (৪৮), উত্তর কুট্টপাড়ার মৃত মীর জামির আলীর ছেলে মীর মাফুজ আলী (৩০) ও পূর্ব কুট্টাপাড়ার মৃত রহমত আলীর ছেলে আমির আলী (৩৬)।
জুয়াড়িদের কাছ থেকে জুয়ার নগদ ৭৭ হাজার ২১০ টাকা, জুয়া খেলার টাচ মোবাইল ৬টি উদ্ধার করে জব্দ করা হয়।
জুয়াড়ি বঙ্গবন্ধু প্রিমিয়ার লীগ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে টাকার বিনিময়ে বাজি ধরে মোবাইল এ্যাপস মাধ্যমে জুয়া খেলে আসছে। রোববার সন্ধ্যায় উপজেলার সৈয়দটোলা পূর্ব হাফিজ টোলা (সাবেক) বাতিন মেম্বারের বাড়ীর সামনে মুমিনের মুদি দোকানের অভিযান চালিয়ে মোবাইল সহ তাদেরকে আটক করা হয়।
এই ঘটনায় আটক আসামীদের বিরুদ্ধে সরাইল থানায় মামলা দায়ের করা হয়েছে।
« সরাইল তিতাস নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) কসবা তারাপুরে অগ্নিকান্ডে ঘরসহ ১৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই »