সরাইলে সড়ক দূর্ঘটনায় এক নারী নিহত




পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকালে ঢাকা সিলেট মহাসড়কের সরাইলের ইসলামাবাদ (গোগদ) নামক স্থানে তাসপিয়া পরিবহনের একটি বাস অপর দিক থেকে আসা সাগরিকা পরিবহনের একটি বাস কে সাইড দিতে গিয়ে দুটিই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় রাস্তা দিয়ে হেটে যাওয়া জাহানারা বেগম কে চাপা দিলে তিনি মারাত্মক ভাবে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক জাহানারা কে মৃত ঘোষণা করেন। হাসপাতালে আসার আগেই জাহানারা’র মৃত্যু হয় বলে জানান কর্তব্যরত চিকিৎসক।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দু বসু বলেন, আইনানুগ ব্যবস্থার প্রক্রিয়া চলছে।
« বিজয়নগরে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) বিজয়নগরে ৭ দাঙ্গাবাজ আটক »