Main Menu

"শেখ হাসিনার দিন বদলে, সমাজসেবা এগিয়ে চলে" 

সরাইলে সামাজিক নিরাপত্তা সফল বাস্তবায়ন বিষয়ক সেমিনার

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আজ বুধবার বিকালে “শেখ হাসিনার দিন বদলে, সমাজসেবা এগিয়ে চলে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা মিলনায়তনে সামাজিক নিরাপত্তা সফল বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এ,এস,এম, মোসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক মাসুদুল হাসান তাপস । উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জহিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সরাইল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মো. বদর উদ্দিন বদু, সরাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. মাহবুব খান বাবুল, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিব আহমেদ রাজ্জি, কালিকচ্ছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফত আলী, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল চৌধুরী প্রমুখ।






0
0Shares