‘সরাইলে সাংবাদিকদের সম্প্রীতি সভা অনুষ্ঠিত’



মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সার্বিক উন্নয়ন ও সাংবাদিকতার মানোন্নয়নে তিন সাংবাদিক সংগঠন ঐক্যবদ্ধ হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় সরাইল প্রেসক্লাবে এক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়।
সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছিরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সরাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল হুদা, সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক তাসলিম উদ্দিন, সরাইল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদ, সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরীফ উদ্দিন, সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান প্রমূখ।
সম্প্রীতি সভায় সরাইলের তিন সংগঠনের সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, সরাইল উপজেলা এবং সরাইলের মানুষের কল্যাণে পেশাদার সাংবাদিকরা এক হওয়া উচিত। সাংবাদিকদের মধ্যে বিভক্তি থাকলে সমাজ ও মানুষের কল্যাণ হয় না। এই বিভক্তির কারণে এখানে নানা অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠছে।
পরে সরাইল প্রেসক্লাব, উপজেলা রিপোর্টার্স ইউনিটি ও উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ একে-অপরের হাতে হাত রেখে সরাইলের মানুষের কল্যাণে সবসময়ই ঐক্যবদ্ধ থাকার শপথ নেন।