সরাইলে শিশুধর্ষণ-মামলার আসামি গ্রেপ্তার
মোহাম্মদ মাসুদ : সরাইলে ৭ বছরের শিশুধর্ষণ-মামলার আসামি মো. নজরুল মিয়া (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সরাইল থানার পুলিশ।
রোববার (২ জুলাই ) দুপুরে সরাইল থানাধীন শাহবাজপুর হইতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নজরুল মিয়া উপজেলার শাহজাদাপুর (মধ্যপাড়া) গ্রামের মো. নূরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, সোমবার ( ২৬ জুন ) সকালে উপজেলার শাহজাদপুর ইউনিয়নের শাহজাদপুর গ্রামে আসামির বসত বাড়ির পশ্চিম ভিটির টিনশেড বসত ঘরে দুলাভাই কর্তৃক ০৭ বছরের শিশু শালিকে ধর্ষণ করে।
সংবাদ পেয়ে অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. জসিম উদ্দিন ওই শিশুকে উদ্ধার করে ব্রাক্ষণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে জামাই এর বিরুদ্ধে থানায় একটি ধর্ষণমামলা করেন।
« কসবায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) চিলোকূট প্রবাসী যুব কল্যাণ সংগঠনের অভিষেক »