সরাইলে প্রশাসনের কারণে নৌকার হার, সংবাদ সম্মেলনে দাবী এড. মো. শফিকুল ইসলামের
মোহাম্মদ মাসুদ । প্রশাসনের কারণে নৌকা হেরে গেছে দাবী করে সংবাদ সম্মেলন করেছেন অরুয়াইল ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী এড. মো. শফিকুল ইসলাম। সরাইল প্রেসক্লাবে শনিবার বিকাল ৩টায় তিনি লিখিত অভিযোগ করে বলেন, গত ২৮ নভেম্বর নির্বাচনে আমাকে প্রশাসনে যোগসাজশে আমি হেরেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমার নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও অরুয়াইল ইউনিয়ন আওয়ালীগের সভাপতি জনাব আবু তালেবকে নির্বাচনের দিন ইউএনও সাহেবের রুমে নিয়ে ৩ঘন্টা আটক করে রাখেন। এতে জনমনে আতংক সৃষ্টি হয়।বিভিন্ন কেন্দ্রে প্রশাসনের লোক দিয়ে আমার দেয়া পুলিং এজেন্টকে রুমে আটকে রাখেন। ভোট গণনা শেষ হওয়ার পর আমার লোকদেরকে ছাড়েন। তারা নৌকার বেইজ দেখে দেখে আমার লোকদের বেদম পেটায়। নির্বাচনের দিন প্রশাসনের হাতে আমার ৩০জন নেতাকর্মীরা আহত হয়। এসময় প্রশাসনের এই মারমূখি পদক্ষেপ দেখে আমার কর্মী সমর্থকদের জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। আর এই সুযোগে আমার প্রতিপক্ষ লাঙ্গল প্রতীকের প্রার্থী লোকজন জাল ভোট দেয়। আমি একাধিকবার প্রশাসনকে বললেও উনারা নীরব থাকেন। তাতে বোঝা যাচ্ছিল প্রশাসনের লোকজন প্রার্থীর সমর্থনে কাজ করছিল। তাই নির্বাচনে অনিয়ম ও বাতিল চেয়ে আমি ২ ডিসেম্বর মাননীয় প্রধান মন্ত্রীর দপ্তর ও প্রধান নির্বাচন কার্য্যলয়ে লিখিত অভিযোগ করেছি। অরুয়াইল গত ২৮ নভেম্বরের নির্বাচন তদন্ত সাপেক্ষে সকল অনিয়মের বিচার চেয়ে পুনরায় নির্বাচন চায়।