Main Menu

সরাইলে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

+100%-

সিএনজি চালিত অটোরিকশার চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় তিন ঘন্টা ধরে চলে সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হয়। 

সোমবার (৭ এপ্রিল) রাত ও মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ এবং স্থানীয়রা জানান, গত চার দিন আগে বারেকের গোষ্ঠীর শাহারুলের একটি সিএনজি চালিত অটোরিকশা চুরি হয়। সিএনজিচালিত অটোরিকশার মালিক শাহারুলের দাবি, চান্দের গোষ্ঠীর আমির আলী লোকজন এটি চুরি করেছে। বিষয়টি আমির আলী প্রত্যাখ্যান ও প্রতিবাদ করে। এ নিয়ে শাহারুল ও আমির আলীর মধ্যে সোমবার সন্ধ্যায় বাগবিতণ্ডা হয়। পরে এ নিয়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে সোমবার রাতে প্রথম দফায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এক পক্ষ অপর পক্ষের ওপর হামলা চালায়। মঙ্গলবার সকালে আবারও একই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুই দফা সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হয়।। ভাঙচুর ও লুটপাট করা হয় বেশ কয়েকটি বাড়িঘর। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সরাইল থানার এসআই কবির হোসেন জানান, পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এ ঘটনায় চার জনকে আটক করেছে পুলিশ।






0
0Shares