Main Menu

সরাইলে ডাকাতের ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী নিহত

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ডাকাতের ছুরিকাঘাতে রফিকুল ইসলাম (৩৮) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

গত শুক্রবার রাত তিনটায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রফিকুল রাজশাহী জেলার বাগমারা উপজেলার সাদেক মোল্লার ছেলে। এ ঘটনায় আশরাফুল নামে পিকআপ ভ্যান চালক আহত হয়েছেন।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূইয়া জানান, রাতে মাছভর্তি একটি পিআপ ভ্যান নিয়ে নাটোর থেকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাছের আড়তে যাচ্ছিলেন রফিকুল। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বেড়তলা এলাকায় পিকআপ ভ্যানের পেছনে শব্দ শুনতে পেয়ে চালক আশরাফুল গাড়ি থামান। ডাকাতরা রুফিকুলকে ছুরিকাঘাত এবং আশরাফুলকে মারধর করে পিকআপ ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রফিকুল মারা যান।

ওসি আরো জানান, ইতিমধ্যে অভিযান চালিয়ে পিকআপ ভ্যানটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় যারা জড়িত তাদের আটকের চেষ্টা চলছে।






Shares