সরাইলে উপজেলা পরিষদ চত্বরের রাস্তায় জনদুর্ভোগ
মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ চত্বরের পার্শ্ববর্তী কাচারীপাড়ার রাস্তাটি দীর্ঘদিন ধরে রাস্তাটি মেরামতের জন্য যেন দেখার কেউ নেই। সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যানের নবনির্মিত বাসভবন ও সরাইল উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের পেছনে কাচারী পাড়ার এই রাস্তাটিতে সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। ফলে চলাচলে এলাকার জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হয়। বছরের পর বছর ধরে রাস্তাটির এ দূরঅবস্থা থাকলেও সংস্কারের অভাবে দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকার শত শত পরিবারের লোকজন।
এ ব্যপারে কাচারী পাড়ার বাসিন্দা রওনক হোসেন রনি ক্ষোভের সাথে বলেন, বিগত একবছর পূর্বে রাস্তাটির বেহাল দশার কয়েকটি ছবিসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে রাস্তাটি সংস্কারের জন্য একটি পোস্ট দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষনের চেষ্টা করা হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। অদ্যাবদি রাস্তাটি আগের মতই বেহাল অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাটিতে পানি জমে কর্দমাক্ত হয়ে যায়। তিনি আরও বলেন, উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এর বাসভবনের কাছাকাছি জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি দিয়ে চলাচলে দীর্ঘদিন ধরে জনগণ দুর্ভোগ পোহালেও তা যেন দেখার কেউ নেই। রাস্তাটি সংস্কারেরও নেই কোনো উদ্যোগ। এ যেন বাতির নীচে অন্ধকার থাকার সামিল। উপজেলা পরিষদ চত্বরের পার্শ্ববর্তী কাচারী পাড়ার জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি দ্রুত সংস্কার করে জনগণের চলাচলে দুর্ভোগ লাঘব করতে সরকারের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন এলাকাবাসী।