Main Menu

সরাইলে আ:লীগ নেতাকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ত্রাস, মামলাবাজ, সংখ্যালঘু পরিবারের ভূমি দখলকারী, নারীলুবি, মাদ্রাসার ছাত্র সহ একাধিক হত্যা মামলার আসামী আওয়ামীলীগ নেতা মো: বাচ্চু মিয়ার গ্রেফতারের দাবীতে মানববন্ধন বিক্ষোভ মিছিল করা হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার অরুয়াইল ইউনিয়ন বাসীর আয়োজনে আবদুস সাত্তার ডিগ্রি কলেজের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বাচ্চুমিয়া, এলাকারসালিশকারক, চেয়ারম্যানমোশাররফহোসেনসহএকহিন্দুপরিবারেরতিননারীরবিরুদ্ধেচাঁদাবাজীসহবিভিন্নমামলাকরেন।
অরুয়াইল ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে নারী-পুরুষ উপস্থিত হতে থাকে সকাল থেকে বেলা ১১টার দিকে আওয়ামী লীগ নেতা বাচ্চু মিয়ার গ্রেফতারের দাবীতে দাবি জানান তাঁরা। বাচ্চু অরুয়াইল ইউনিয়নের হরিদাস পরিবারের তিন মেয়ের কাছ থেকে ২৮ শতক জমির জায়গা ক্রয় করে দলিল করার সময় বাড়িসহ জমি দলিল করে নেয়।
আজ এ সব বিষয় এলাকার হাজারো নারী-পুরুষ একত্রিত হয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে আওয়ামীলীগ নেতা বাচ্চু মিয়াকে গ্রেফতার ও এলাকার চেয়ারম্যানসহ লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য দাবী জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন, মো. আক্কাস মিয়া, সাবেক মেম্বার মনুরন্জন দাস, ঝুমা সুত্রধর, নিপা সুত্রধর, চিত্তরঞ্জন ঘোষ, সাবেক মেম্বার শিরিনা আক্তার প্রমূখ।






Shares