Main Menu

বিশ্বরোডে মহাসড়কের পাশের ৪০ দোকান উচ্ছেদ

+100%-

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার খাটিহাতা বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে অন্তত ৪০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।

রোববার (০২ মার্চ) সরাইল উপজেলা প্রশাসন, সদর ও সরাইল থানা পুলিশ, হাইওয়ে পুলিশ এ অভিযানে অংশ নেয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, যানজট নিরসনের জন্য সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত বিশ্বরোড এলাকায় মহাসড়কের পাশ ঘেঁষে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এসময় বুলডোজার দিয়ে ও শ্রমিক লাগিয়ে অন্তত ৪০টি দোকান গুঁড়িয়ে দেওয়া হয়।

উচ্ছেদ অভিযানে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, খাটিহাতা হাইওয়ে থানার ওসি মো. মামুন রহমান উপস্থিত ছিলেন।

নতুন করে যেন আর দোকান না তোলা হয়, সে বিষয়ে স্থানীয়দের সতর্ক করা হয় এসময়।