নবীকে কটুক্তিকারীর সর্বোচ্চ শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
মোহাম্মদ মাসুদ, সরাইল: ব্রাহ্মণবাড়িয়া’র সরাইলে প্রিয় নবীকে কটুক্তিকারীর সর্বোচ্চ শান্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে তৌহিদি জনতা।
শুক্রবার জুম্মা নামাজের পর হাজার হাজার মুসলিম জনতা উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা বসির উল্লাহ সাহেবের নেতৃত্বে বিভিন্ন মসজিদ থেকে নামাজ শেষে বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় অংশ নেয় ইসলাম প্রিয় মুসলিম জনতা।
এ সভায় উপস্থিত ছিলেন বাজার মসজিদের সাধারণ সম্পাদক বীর মুক্তি যোদ্ধা আবদুল হামিদ, মসজিদের ইমাম মাওলানা মো, ইউসুফ আকরাম ও এলাকার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার আলেম ও শিক্ষার্থীরা।
বক্তব্যে মুসলিম জনতার দাবী আমাদের প্রাণের নবী হযরত মুহাম্মদ মোস্তফা (স:)কে নিয়ে জঘন্যতম কটুক্তি কারী সুভাষ দাস ও সুমন দাসের বিরুদ্ধে সবোর্চ্চ শান্তির দাবী জানান । এ সভা পরিচালনা করেন হাফেজ মো, ইদ্দিস।