Main Menu

চুন্টা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে প্রার্থীতা ঘোষনা করলেন মোঃ মাসুদুর রহমান

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে প্রার্থীতা ঘোষনা করেছেন লায়ন মোঃ মাসুদুর রহমান। আসন্ন ৩নং চুন্টা ইউনিয়ন আওয়ামী লীগ শাখার ত্রি-বার্ষিক কাউন্সিলকে সামনে রেখে মঙ্গলবার (১৪ জুন) সন্ধা সাড়ে ৭ টায় সরাইল প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি সভাপতি পদে প্রার্থীতা ঘোষনা করেন। লায়ন মোঃ মাসুদূর রহমান সরাইল প্রেসক্লাবের আজীবন সদস্য। তিনি মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধা বাস্তবায়ন মঞ্চ কেন্দ্রীয় কমিটির সদস্য, বঙ্গবন্ধু ফাঊন্ডেশন কেন্দ্রীয় কমিটির ভাইস-প্রেসিডেন্ট, বঙ্গবন্ধু প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধ প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
সরাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ আইয়ুব খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব খান বাবুল এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সাংবাদিক সম্মেলনে সরাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি বদর উদ্দিন, সহ-সভাপতি জুলকার নাঈন, অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম, সাহিত্য ও পাঠাগার সম্পাদক জহিরুল ইসলাম রিপন, দপ্তর সম্পাদক মোহাম্মদ মাসুদ, সদস্য মোঃ মুরাদ খান ও সাংবাদিক দীপক দেবনাথ উপস্থিত ছিলেন।

চুন্টা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী লায়ম মোঃ মাসুদুর রহমান এ ব্যপারে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।






0
0Shares