সরাইল তুচ্ছ ঘটনা নিয়ে দু‘দল কলেজ ছাত্রদের মধ্যে ঘন্টাব্যাপী সংঘর্ষ আহত ১৫
সরাইল প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তুচ্চ ঘটনাকে কেন্দ্র করে দু‘দল কলেজ ছাত্রদের মধ্যে সংর্ঘষ । সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রন আনে পুলিশ ।
আজ দুপুর ১২ টার দিকে এ ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, আজ সকালে সরাইল ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীর প্রথম বর্ষের ছাত্র জুয়েল ও পলাশ এ দুই জনের মধ্যে কথাকাটাকাঠির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। পরবর্তীতে এ ঘটনাকে কেন্দ্র করে সরাইল উছালিয়া পাড়ার জুয়েল ও কালীকচ্ছ গ্রামের মো. আলী মেম্বারের ছেলে পলাশ তাদের এলাকার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়। আহত মামুন সরাইল সদর হাসপাতালে চিকিৎসা গ্রহন করেছেন, এবং বাকিরা স্থানীয় ডাক্তারদের কাছে থেকে প্রাথমিক চিকিৎসা নেয়।
প্রায় ১ ঘন্টাব্যাপী সংঘর্ষ চলাকালে সরাইল- নসিরনগর লাখাই সড়কে যানচলাচল বন্ধ থাকে । ১ ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।