Main Menu

সরাইল ওস্তাদ আব্দুল হামিদ সঙ্গীত বিদ্যালয়ে মহান বিজয় দিবস পালিত

+100%-

s181216মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়র মাঠে শনিবার সন্ধায় ওস্তাদ আব্দুল হামিদ সঙ্গীত বিদ্যালয়ের উদ্যোগে মহান বিজয় দিবস আনুষ্ঠানিকভাবে পালিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা মো: ছাদেক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ নির্বাচনী এলাকার সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা।

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম। অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান কাউসার আলম বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওস্তাদ আব্দুল হামিদ সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষ অজয় দেব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুশরা কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা আবুল বাশার, সরাইল ত্রিতালের অধ্যক্ষ সঞ্জিব দেবনাথ, ওস্তাদ আব্দুল হামিদের পুত্র শাহিনুর ইসলাম ফারুক ও সঙ্গীত বিদ্যালয়ের প্রশিক্ষক জুলহাস উদ্দিন, কালিকচ্ছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফত আলী, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল চৌধুরী, কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সলিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক তকদির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: আলী মিয়া, ত্রিতালের প্রশিক্ষক আলমাস মিয়া প্রমুখ। আলোচনা শেষে সঙ্গীত পরিবেশন করেন সঞ্জীব দেবনাথ, জুলহাস উদ্দিন, আলমাস মিয়া, মাহমুদা ইয়াসমিন সোনিয়া, জয়ীতা দেব রিমি ও শিশু শিল্পী রাইসা।






0
0Shares