সরাইলে শ্রীমৎ আনন্দ স্বামীর সর্বধর্ম প্রবর্তিত সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত
মোহাম্মদ মাসুদ, সরাইল।।ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শ্রীমৎ মহারাজ আনন্দ স্বামীর সর্বধর্ম প্রবর্তিত সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার কালিকচ্ছ দয়াময় আনন্দ আশ্রমের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া-২ এর সাবেক সংসদ সদস্য ও সর্বধর্ম অনুসারীদের সম্মেলন উদযাপন কমিটির আহবায়ক এড. জিয়াউল হক মৃধার সভাপতিত্বে ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ এর সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সম্পর্কিত স্থানী কমিটির সভাপতি যু্দ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য-৩১২ উম্মে ফাতেমা নাজমা বেগম সিউলি আজাদ। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সদস্য ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ জাবেদা খাতুন পারুল, ভারতের ত্রিপুরা রাজ্যসভার সাবেক বিধায়ক শ্রী কৃষ্ণ ধন দাস, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু।
বক্তব্য রাখেন, সর্বধর্ম পবর্তন মিশনের সভাপতি প্রভাত কান্তি পাল, সরাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. নাজমুল হোসেন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের আপ্যায়ন ও প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু, সরাইল উপজেলা ভাইস চেয়ারম্যান মো, আবু হানিফ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, সাবেক শিক্ষিক সাবেক প্রমথ নাথ চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাশেদ, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব খান, মনোমোহন দত্তের নাতনি প্রমুতি শংকরিন দত্ত, এড. মামুন কবির, সাতমোড়া আশ্রমের সাধারণ সম্পাদক
বাবু জয়দেব বর্মণ, সম্মেলন প্রস্তুতি কমিটির যুগম আহবায়ক পরিমল দেব, চন্দ্রনা আর্চায্য, অঞ্জনা রানী সাহা, কানু দেব প্রমূখ।