সরাইলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এ,এস,এম মোসার সভাপতিত্বে বক্তব্য রাখেন সরাইল সরকারী কলেজের অধ্যক্ষ মৃধা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক এড. আব্দুর রাশেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইসমত আলী, উপজেলা কৃষি অফিসার মোঃ জহিরুল ইসলাম, ত্রিতাল সঙ্গিত নিকেতনের অধ্যক্ষ সঞ্জীব কুমার দেবনাথ, সরাইল
উপজেলা প্রেসক্লাবের সভপতি মোঃশফিকুর রহমান ও সরাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহবুব খান প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী, রাজাকার ও আল-বদর বাহিনীর সহায়তায় বাংলাদেশের বহুসংখ্যক বুদ্ধিজীবীদের হত্যা করে তাদেরকে মিরপুর এলাকায় ফেলে রাখে।
সেই সকল বুদ্ধিজীবীদের স্মরণে সেই স্থানে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নির্মিত হয়। এ সকল বুদ্ধিজীবীদের স্মরণে ঢাকার রায়েরবাজার বধ্যভূমিতে নাম জানা ও অজানা বুদ্ধিজীবীদের সম্মানে নির্মাণ করা হয়েছে ‘শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ’। স্মৃতিসৌধ ১৯৯৯ সালের ১৪ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়া বাংলাদেশ ডাকবিভাগ বুদ্ধিজীবীদের স্মরণে একটি স্মারক ডাকটিকিটের সিরিজ বের করেছে।