সরাইলে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
সরাইল প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শের আলম মিয়ার বিরোদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা যুবলীগ ও এলাকাবাসী।
আজ শুক্রবার ১২টায় সরাইল উপজেলা পরিষদ প্রাঙ্গনে থেকে একটি বিক্ষেভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্থানীয় শহীন মিনারে এসে সমাবেশে করে। সরাইল উপজেলা যুবলীগ আয়োজিত সমাবেশে উপজেলা যুবলীগের সভাপতি আশরাফ উদ্দিন (মন্তুু) সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন. অরুয়াইল যুবলীগের সম্পাদক জাবেদ আল হাসান, পাকশিমুল ইউপি সভাপতি মো. আক্কাস মন্ডল, শাহবাজপুর ইউপি যুবলীগের সভাপতি কাইযুম সম্পাদক রাজিব আহাম্মদ রাজ্জি ।
সমাবেশে বক্তারা অবিলম্ভে ভাইস চেয়ারম্যান মোঃ শের আলম মিয়ার বিরোদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা। এসময় স্থানীয় শত শত এলাকাবাসী ও নেতাকর্মীরা উপস্থিত ছিল।
উল্লেখ্য, : গত ২১ শে ফেব্রুয়ারী সংঘর্ষের ঘটনায় কিরণ মিয়া নামে এক ব্যাক্তির মৃত্যুকে কেন্দ্র করে যুবলীগ নেতা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শের আলম মিয়াকে প্রধান আসামি করে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করে।