Main Menu

সরাইলে ফসলি জমির থেকে অটো রাইস মিলের শ্রমিকের লাশ উদ্ধার

+100%-

সরাইলে ফসলি জমির মাঠ থেকে মো. রাকিবুল হাসান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সরাইল থানা পুলিশ। রোববার (৩ নভেম্বর) বেলা ১টায় উপজেলার পানিশ্বহর ইউনিয়নের শান্তিনগর এলাকার মেসার্স হাজী রমজান আলী অটো রাইস মিলের পশ্চিম পাশে ফসলি জমির মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাকিবুল হাসান নওগাঁ সদর উপজেলার ফতেপুর এলাকার মো. উজ্জ্বল মিয়ার ছেলে। তিনি মেসার্স হাজী রমজান আলী অটো রাইস মিলে কাজ করতেন।

স্থানীয়রা জানান, রাতে মোবাইল ফোনে কথা বলতে বলতে মেসার্স হাজী রমজান আলীর আটো রাইস মিলের রুম থেকে বের হয় রাকিবুল হাসান। সকালে তার মরদেহ মিলের পশ্চিম পাশে ফসলি জমির মাঠে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

সরাইল থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক অবস্থায় মরদেহের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর সঠিক রহস্য এখনো পায় নাই তদন্ত চলছে ।