Main Menu

সরাইলে দাঙ্গা ফ্যাসাদ সৃষ্টির অভিযোগে ইউপি সদস্য মিজান গ্রেপ্তার

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল।। সরাইল থানার পুলিশ মিজানুর রহমান (৫০) নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে। মিজানুর রহমান উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামের ৫ নম্বর ওয়ার্ডে সদস্য। এলাকায় দাঙ্গা ফ্যাসাদ সৃষ্টির অভিযোগে মঙ্গলবার ভোরে পুলিশ তাঁকে কাটানিশার গ্রাম থেকে গ্রেপ্তার করে। মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগেও ওই গ্রাম থেকে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে ৮-১০জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাচ বছর আগে ইউপি নির্বাচনে নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের কাটানিশার গ্রামের ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন মিজানুর রহমান ও অলি মিয়া। ওই নির্বাচনে মিজানুর রহমান খান বিজয়ী হন। ওই নির্বাচনের পর থেকে উভয় পক্ষের লোকজনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ বিরোধের জের ধরে তুচ্ছ বিষয়ে কয়েক দিন পর পর উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। বাড়িঘর ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিক মামলাও চলছে। ৮০ বছরের বৃদ্ধা আনোয়ারা বেগম আহত হওয়ার বেশ কিছু দিন মারা যান। ফলে ৯০ জনকে আসামি করে একটি হত্যা মামলাও দায়ের হয়েছে। বাদী পক্ষের ধান কেটে নিয়ে যাচ্ছে আসামিরা। এসব ঘটনায় ওই গ্রামের সাধারণ ও নিরীহ লোকজনের জীবনযাত্রা ক্রমেই অতিষ্ঠ হয়ে ওঠছে। গত ২-৩ দিন আগেও উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। অবস্থা বুঝে পুলিশ তখন সেখানে গ্রেপ্তার অভিযান চালায়। পুরূষ শুন্য হয়ে পড়ে পুরো গ্রাম। মহিলারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। সরাইল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) এ এম এম নাজমুল আহমেদ জানায়, ইউপি সদস্য মিজানসহ কয়েকজন মাতব্বর ওই এলাকায় দাঙ্গা লাগিয়ে রাখেন। মিজানকে মঙ্গলবার দুপুরে পুলিশ এ্যাসল মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।






Shares