সরাইলে ডাকাত পুলিশ গুলি বিনিময়:: ৭ ডাকাত গ্রেপ্তার
মোহাম্মদ মাসুদ,সরাইল থেকে” ব্রাহ্মনবাড়িয়া সরাইল উপজেলার অরুয়াইলে ডাকাতি করতে গিয়ে প্রথমে স্হানীয় লোকজনের সাথে ও পরে পুলিশের সাথে ডাকাতদের গুলাগুলি হয়েছে,এক পর্যায়ে ৭ ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।
গত বুধবার রাত পৌনে ১১টার দিকে সরাইলের অরুয়াইল এলাকায় এ ঘটনা ঘটেছে। সরাইল উপজেলার অরুয়াইল এলাকায় এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্হানীয় লোকজন জানায়, বুধবার রাতে সংঘবদ্ধ একদল ডাকাত অস্ত্র স্স্র নৌকায় করে অরুয়াইল এলাকায় ডাকাতি করতে যায়।এসময় ডাকাতদের প্রতিহত করে স্হানীয়রা ডাকাতরা ও ফাঁকা গুলি ছুঁরে আতন্ক ছড়ানোর চেষ্টা করে,খবর পেয়ে অরুয়াইল ফাঁড়ি থেকে একদল পুলিশ নৌকা যোগে এসে ডাকাতদের ধাওয়া করে।ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁরতে থাকে,ডাকাত ও পুলিশের মধ্যে কিছুক্ষণ গুলাগুলি চলে।পড়ে পুলিশ ও জনতা মিলে ৭ ডাকাতকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার কৃত ডাকাতরা হল,চুন্টা ইউনিয়নের রুসুল পুর গ্রামের মানিক(৩৫),একই ইউনিয়নের নবসিংহপুর গ্রামের আবুল বাসারের ছেলে হানিফ (২৫),জুবাজাইল গ্রামের জুরু মিয়ার ছেলে আজিজুর(২৫),নাসিরনগর উপজেলার বড়নগর গ্রামের ইসমাইল(৩৫),নরসিংদী জেলার রায়পুরার মধ্যেশ্বর গ্রামের বাচ্ছু মিয়া,বিল্লাল ও শিমল।