সরাইলে জেল থেকে মুক্ত নোয়াগাঁও ইউপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন
মোহাম্মদ মাসুদ,সরাইল , থেকে :- ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের নবÑনির্বাচিত চেয়ারম্যান কাজল চৌধুরী গতকাল রবিবার (১৪আগষ্ট) দায়িত্ব গ্রহন করেছেন । জানা যায়, কাজল চৌধুরী গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচিত হওয়ার পর তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে ও পুলিশ বাদী হয়ে ২টি মামলা দায়ের করা হয়। সে গত ২০ জুন ব্রাহ্মণবাড়িয়া আদালতে আতœসমর্পন করলে তার জামিন না মঞ্জুর করে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। ১ মাস ১৭ দিন জেল হাজতে থাকার পর গত ১১ আগষ্ট স্থায়ী জামিন পেয়ে চেয়ারম্যান কাজল চৌধুরী বাড়ীতে ফিরে আসলে নোয়াগাঁও ইউনিয়নের হাজার হাজার জনসাধারন তাদের প্রিয় চেয়ারম্যানকে এক নজর দেখার জন্য দলে দলে ভীড় করেন।
চেয়ারম্যান জেলে থাকা কালীন সময়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে পরিষদের সদস্য (প্যানেল চেয়ারম্যান) মো: ফজলুর রহমান দায়িত্ব পালন করেন। নির্বাচিত চেয়ারম্যান কাজল চৌধুরীর কাছে দায়িত্বভার হস্তান্তর উপলক্ষে গতকাল নোয়াগাঁও ইউনিয়ন পরিষদে সরাইল উপজেলা আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা মুক্তিযোদ্ধ আবদুল হালিমের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সরাইল উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি মো: ফজলুল হক মৃধা, ফজলুর রহমান মেম্বার এবং কাজল চৌধুরী প্রমুখ।