সরাইলে গণহত্যা দিবস পালিত
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইলে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালে ২৫ মার্চ রাতে এ দেশের ঘুমন্ত মানুষের উপর নির্বিচারে হামলা চালিয়েছিল পাকবাহিনী। তারা নির্মম ভাবে হত্যা করেছে দেশের অগণিত নারী পুরুষ ও শিশুদের। পরিকল্পনা মাফিক পাকবাহিনী এ দেশের বুদ্ধিজীবিদের হত্যা করে মেধাশুন্য জাতিতে পরিণত করার ষড়যন্ত্র করেছিল। তাই গুরুত্বপূর্ণ এ দিবসটির তাৎপর্য তুলে ধরার জন্যই গতকাল সরাইল উপজেলা প্রশাসন কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে স্মৃতিচারণ মূলক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খানের সঞ্চালনায় ও মাহফুজ আলীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইসরাতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শের আলম মিয়া, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবদুর রাশেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ইসমত আলী, ডেপুটি কমান্ডার মো. আনোয়ার হোসেন, সমাজসেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার, সরাইল কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ বায়তুল হোসেন খন্দকার, আ’লীহ নেতা মো. ইকবাল হোসেন, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. আমিন খান প্রমূখ।
পরে ত্রিতাল সঙ্গীত নিকেতনের অধ্যক্ষ সঞ্জিব কুমার দেবনাথের নেতৃত্বে চলে দেশের গান।