Main Menu

সরাইলে কালবৈশাখীর তাণ্ডব

+100%-

সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে অন্তত শতাধিক ঘর বাড়ি গাছপালা বিধ্বস্ত। শনিবার (১৩ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ওই কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের পর ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবার অন্যত্র আশ্রয় নিয়েছে। ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সাহায্য সহযোগিতা কামনা করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

প্রত্যক্ষদর্শী গ্রামবাসী ও স্থানীয় জনপ্রতিনিধি জানান, শনিবার সন্ধ্যার দিকে সরাইল উপজেলা কালীগঞ্জ ইউনিয়ন কয়েকটি গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের আঘাতে অন্তত শতাধিক বাড়িঘর ও গাছপালা বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত গ্রামগুলো হল কালীগঞ্জ ইউনিয়নের চাঁন্দপুর, গলানিয়া, ধর্মতীর্থ ও মনির ভাগ কালিকচ্ছ মধ্যপাড়া।ঘটনার পর ক্ষতিগ্রস্ত এলাকার বেশ কয়েকটি পরিবার অন্যের বাড়িতে অবস্থান নিয়েছেন বলে স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিকচ্ছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফত আলী জানান, সন্ধ্যার দিকে পশ্চিম -দক্ষিণ কোনে আকাশ ঘন কালো অবস্থায় ছিল। হঠাৎ করেই তীব্র গতিতে দমকা সহ ঝড়ো হাওয়া শুরু হয়। পরে তীব্র গতিতে বাতাস ও শিলা বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বাতাসের তীব্রতা বেড়ে যায়। এসময় এলাকার লোকজন প্রাণ ভয়ে দিগ্বিদিক ছোটাছুটি করতে শুরু করেন। ঝড়ের তীব্রতায় কালিকচ্ছ ইউনিয়নের কয়েকটি গ্রামের ছোট-বড় মিলিয়ে অন্তত শতাধিক বাড়িঘর এবং গাছপালা বিধ্বস্ত হয়।তিনি আরও জানান, ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠার জন্য সরকারের সহযোগিতা প্রয়োজন। এ ব্যাপারে তিনি উপজেলা ও জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল হক মৃদুল জানান, স্থানীয় চেয়ারম্যান এর মাধ্যমে কালবৈশাখী ঝড়ের বিষয়ে তিনি ক্ষয়ক্ষতির খবর পেয়েছেন। আগামীকাল সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন সহ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রণয়ন করে তাদের সহযোগিতার ব্যবস্থা করা হবে।সূত্র: সময় টিভি






Shares