Main Menu

সরাইলে উন্নয়ন মেলা উদ্বোধন

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ এ ম্লোগানকে সামনে রেখে সরাইলে ৪র্থ উন্নয়ন মেলার উদ্ধোধন হয়েছে। চলবে ৬ সেপ্টেম্বর শনিবার পর্যন্ত। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত গত বৃহস্পতিবার তিন ব্যাপি এ মেলার আনুষ্ঠানিক উদ্ধোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা।
এ উপলক্ষ্যে সকালে এমপি ও ইউএনও’র নেতৃত্বে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারি ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের গ্রহনে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। ৪০টি ষ্টলের মিলন মেলায় পাল্টে গেছে উপজেলা চত্বরের দৃশ্যপট। লোকজন আসছে। ঘুরের দেখছে। সকাল ১১টায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খানের সঞ্চালনায় ও নির্বাহী কর্মকর্তা উম্মে ইসরাতের সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার “১০টি উদ্যোগ ও টেকসই উন্নয়ন লক্ষ্য” এর উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন আবদুস সাত্তার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান। আলোচনা করেন- সরাইল সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সদস্য (প্রভাষক) ও সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল ও প্রভাষক আহমেদ মোত্তাকি। দুপুরে মেলা পরিদর্শনে এসেছেন উপ ভূমি (সংস্কার) কমিশনার কাজী মেরাজ হোসাইন। তিনি বেশ কয়েকজন করদাতার হাতে পরিশোধের ভাউচার তুলে দেন। পরে বালতিতে টেনিস বল নিক্ষেপ, মোরগ লড়াই, আইসিটি মেলা ও বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।






Shares