Main Menu

সরাইলে আব্দুল হাকিম চেয়ারম্যান সড়ক উদ্বোধন

+100%-

brahmanbaria-sarial-pic-29-10-2016

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আব্দুল হাকিম চেয়ারম্যান সড়কের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার চাকসার দৌলতপাড়া এলাকায় সড়কটির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল-আশুগঞ্জ আসনের দুইবার নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। এ উপলক্ষ্যে ধর্মতীর্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট জিয়াউল হক মৃধা এমপি বলেন, বর্তমান সরকার সারা দেশের সড়কের ব্যাপক উন্নয়ন করছে। এই সরকারের আমলে সরাইলে যে উন্নয়ন হয়েছে তা বিগত কোন সরকার করেনি।
কালিকচ্ছ ইউনিয়ন চেয়ারম্যান শরফত আলীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন আইন, বিচার মন্ত্রনালয়ের উপসচিব শাহিনুর ইসলাম, সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা, মুক্তিযোদ্ধা সাদেক মিয়া। খাইরুল ইসলাম সোহেলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নাজবাহুল ইসলাম বকুল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় পার্টি নেতা ফজলুল হক মৃধা, এমদাদুল হক সালেখ, আওয়ামীলীগ নেতা সলিম উদ্দিন, ডা. ইমাম হোসেন, সাবেক চেয়ারম্যান উমেদ আলী, আওয়ামীলীগ নেতা হুমায়ুন হোসেন, ইউপি সদস্য মাও: বশির উল্লাহ প্রমূখ।
চাকসার দৌলতপাড়া থেকে ধর্মতীর্থ হয়ে কোষারপাড়া পর্যন্ত ১১শ মিটার সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ৭৮ লক্ষ্য টাকা ব্যায় নির্মান করেছে। সড়কটি নির্মানের ফলে ৯টি গ্রামের হাজার হাজার মানুষ উপকৃত হবে। এর আগে এমপি সড়কে দুইটি ফলদ বৃক্ষ রোপন করেন।






Shares