Main Menu

সরাইলে অবৈধ ৫০হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে। পরে এসব জাল আগুন দিয়ে পুড়িয়ে ধংস করা হয়েছে।
আজ রবিবার দুপুরে সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের ধর্মর্তীথ নদীর হাওর এলাকার বিভিন্ন জায়গা থেকে এসব অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দুপুরে কালীকচ্ছ হাওর এলাকায় সরাইল উপজেলা মৎস্য অফিস এর সহযোগিতায় সরাইল সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রীয়াংকা নদীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালান।
অভিযানে নিষিদ্ধ ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে যার মূল্য ৭ লক্ষ ৫০ হাজার টাকা ।
সরাইল সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রীয়াংকার উপস্থিতিতে এসব অবৈধ জাল আগুন দিয়ে পুড়িয়ে ধংস করে ফেলা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাইমুনা জাহান, সহকারী মৎস্য কর্মকর্তা মকসুদ হুসেন, হিসাব রক্ষক জসিম উদ্দিন, ভ’মি সহকারী মো. নজরুল ইসলাম প্রমূখ।
সরাইল সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রীয়াংকা বলেন , নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে মা মাছ নিধন করা হচ্ছে । এ বিষযে আমাদের অভিযান চলবে






0
0Shares