Main Menu

সরাইলের মৃৎশিল্প বিষয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ নির্বাহী কর্মকর্তা উম্মে ইসরাতের ইনোভেশন এর আওতায় নদীভাঙ্গনে সুবিধা বঞ্চিত নারী সমাজের জীবনমান উন্নয়ন ও নারী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ‘মৃৎশিল্প বিষয়ক প্রশিক্ষণ তৃতীয় পর্যায় (ডেকোরেশন)’ এর উদ্ধোধন করেছেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। এর আগে দুই পর্বে পানিশ্বর পালপাড়ার ৭০ জন দরিদ্র অসহায় মহিলাকে আধুনিক পদ্ধতির মৃৎশিল্প উৎপাদন কৌশলের উপর বিশেষ প্রশিক্ষণ দিয়েছেন ইউএনও।

এ উপলক্ষ্যে সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা উম্মে ইসরাতের সভাপতিত্বে বিভিন্ন দফতরের কর্মকর্তা ও সূধীজনের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-প্রশিক্ষণ প্রাপ্ত ৭৫ মৃৎশিল্পী ও তাদের উৎপাদিত অত্যাধুনিক ডিজাইনের মাটির তৈরী পণ্য সামগ্রীও সাজানো ছিল। এ গুলো দেখে অভিভূত হয়ে পড়েন ডিসি। তিনি ইউএনও’র এ উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করে স্বাগত জানান।

পরে সমাজসেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় এক আলোচনা সভায় বক্তব্য রাখেন- সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ ইকবাল হোসেন, অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া, সহিদ খালিদ জামিল খান, সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার, অরুয়াইল ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, সাবেক অধ্যক্ষ বায়তুল হোসেন খন্দকার, ডেপুটি কমান্ডার মো. আনোয়ার হোসেন, আ’লীগ নেতা মো. মাহফুজ আলী, তিতালের অধ্যক্ষ সঞ্জিব কুমার দেবনাথ, শফিকুল ইসলাম কানু ও সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল।






Shares